নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। এখনো ঘোষণা হয়নি নির্বাচনের তারিখ। তার আগেই কালিয়াচকে আসলো এক কোম্পানি সিআইএসএফ জওয়ান। শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী। লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ কালিয়াচক এলাকায় রুটম মার্চ শুরু হবে শনিবার থেকেই।
এদিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়। যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে। এখনো ছুটি ঘোষণা করা হয়নি। তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিংএ আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয়।
কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানির দল এখানে আসবে। কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত,কালিয়াচকের পাশাপাশি কলকাতা পূর্ব ডিভিশনের কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এক কোম্পানি বিএসএফ জওয়ান আসছে। তবে তাঁদের পৌঁছতে শনিবার রাত হয়ে যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলায় দু’কোম্পানি করে বিএসএফের জওয়ানেরা ইতিমধ্যেই এসে গিয়েছেন। উল্লেখ্য জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় শুক্রবার। রাতে দুর্গাপুর থেকে দুকোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় ঢুকেছে।
কমিশন সূত্রের খবর, এলাকায় পৌঁছনোর পর থেকেই মানুষের মধ্যে থেকে ভয় দূর করতে এবং আস্থা দিতে এলাকায় এলাকায় টহল দেবে বাহিনী। স্পর্শকাতর এবং সংবেদনশীল এলাকাগুলিতে বাহিনীর বেশি করে ঘোরার কথা। কমিশন-কর্তারা জানান, বেশি সংখ্যক মানুষকে ভোটমুখী করতে সব পদক্ষেপই করা হবে।