অব কি বার ৪০০ পার শুধু কথার কথা
নয়। এখন থেকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি। বিজেপির প্রথম একশো জনের তালিকাতেই থাকছে চমক।
সেই চমকই ৪০০ পারের স্বপ্ন দেখাচ্ছে বিজেপিকে। সূত্রের খবর পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রে
শত্রুঘ্ন সিনহার বিপরীতে এবার বিজেপি প্রার্থী করতে পারে ভোজপুরী গায়ক পওয়ান সিংকে।
হিন্দীভাষী বহুল অঞ্চলে বিহারীবাবুর বিপরীতে আরেক বিহারীবাবু প্রার্থী হতে পারেন।
তবে শুধু বাংলাতেই নয় দেশের রাজধানী
দিল্লিতেও চমক দিতে পারে বিজেপি। চাঁদনি চক টু চায়নার নায়ক অক্ষয় কুমারকে দিল্লির চাঁদনী
চক কেন্দ্র থেকে প্রার্থী করার ভাবনা চিন্তা চলছে। গৌতম গম্ভীর ক্রিকেটে মনোবিবেশ করতে
চান বলে দলকে জানিয়েছেন। ফলে তিনি প্রার্থী হচ্ছেন না প্রায় নিশ্চিত। তাঁর কেন্দ্র
দিল্লি পূর্ব থেকে এবার বিজেপি প্রার্থী করতে পারে ভারতীয় দলে তারই সতীর্থ ছয় বলে ছয়
ছক্কা হাঁকানো যুবরাজ সিংকে। নিউ দিল্লি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বাসুরি স্বরাজ।
বাসুরি প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা যিনি পেশায় আইনজীবী। এবার দিল্লির
সাতটি আসনেই নয়া প্রার্থীর ভাবনা রয়েছে বিজেপির।
প্রসঙ্গত বৃহস্পতিবার ম্যারথন
বৈঠকে বসেন বিজেপির সংসদীয় দলের নেতারা। সূত্রের খবর এবার বহু আসনে নয়া এবং চমকপ্রদ
মুখে আস্থা রাখতে পারে বিজেপি। তবে ভাল কাজ করেছেন এমন সাংসদরা বাদ যাবেন না বলে রাজনৈতিক
পর্যবেক্ষকদের অনুমান। অন্যদিকে যোগীরাজ্যে বহু সাংসদের টিকিট পাওয়া স্বপ্নপূরণ নাও
হতে পারে বলে দলীয় সূত্রে খবর। বিজেপির প্রার্থী তালিকাই হবে ৪০০ পারের চাবিকাঠি। চলতি
মাসেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। তাঁর আগে তৈরি থাকতে চায়
বিজেপি শিবির। যাতে বিরোধীরা ঘর গুছিয়ে তোলার আগেই ময়দানে নেমে পড়তে পারে ভারতীয় জনতা
পার্টি।