বাঘ সুমারিতে বেরিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী রেঞ্জের জঙ্গলে শনিবার এই ঘটনা ঘটে। মৃত বনকর্মীর নাম কায়েম মিয়া ( ৫৭)। জয়ন্তী রেঞ্জে হেড ফরেস্ট গার্ড পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জয়ন্তীতে।
বাঘ সুমারিতে দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন তিনি। ট্র্যাপ ক্যামেরা বসানো, এরিয়া মার্কিং ও অন্যান্য কাজের দায়িত্বে ছিল এই দলের। সেই সময় আচমকা হাতি হামলায় চালায়। মৃত বনকর্মী গুলি চালালেও একটি গুলি চললেও পরের গুলি বন্দুক থেকেই বের হয় নি। অভিযোগ মৃত বনকর্মীর পরিবারের। এর পরেই হাতি আছেড়ে মারে ওই বনকর্মীকে। অন্যরাও ঘটনার আকস্মিকতায় পালাতে বাধ্য হন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী রেঞ্জের জঙ্গলে এই ঘটনায় আতংকের পরিবেশ বনকর্মীদের মধ্যে। জানা গেছে বনদফতরের কর্মীরা দেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পাথর ছোঁড়ে। তাতে বনদফতরের একটি গাড়ির কাঁচ ভেঙ্গেছে।
এবিষয়ে দেবাশিস শর্মা (ডি এফ ডি, বক্সা) বলেন, “নিয়ম মেনে মৃতের পরিবারকে চাকরি দেওয়া হবে। বনদফতরের তরফে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই ঘটনা আকস্মিক। বন কর্মীদের সব সময় জীবনের ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না। ঘটনা দুর্ঘটনা ঘটে যায়। তবে সতর্ক থাকার প্রয়োজন আছে”।