নিউজ ডেস্ক: দল ছাড়লেন তাপস রায়। ২৩ বছরের সম্পর্ক শেষ। লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাপস রায়। ইতিমধ্যেই বিধানসভার উদ্দেশে রওনা দিয়েছেন বরানগরের বিধায়ক। সূত্রের খবর, তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। বিধানসভা যাওয়ার আগে সাংবাদিকের সামনে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,দলেরই অনেকে ষড়যন্ত্র করেছে। এছাড়াও তিনি বলেন,”দুর্নীতি, সন্দেশখালি আমাকে নাড়া দিয়েছে। ইডি অভিযানের পর দল পাশে দাঁড়ায়নি। দলে থেকে অপমান, অবহেলা, উপেক্ষার শিকার হয়েছি। ” পাশাপাশি তিনি দলের অবস্থা বলতে গিয়ে পরিহাস করে বলেন, ‘আমাকে যখন কুনাল বোঝাতে এসেছে, তখনই তাঁর কাছে শোকজ নোটিশ- এটাই তো দল!’
উল্লেখ্য, সোমবার সকালেই তাপসের বৌবাজারের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু কোনো লাভ হলোনা। ব্রাত্য- কুনাল বাড়ি থেকে বেরোতেই বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন তাপস রায়।