নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। মার্চ মাসের প্রথম সপ্তাহে দক্ষিনবঙ্গে তিনদিন সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই ১ মার্চ আরামবাগে, ২ মার্চ কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠান ও রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার পর আগামী ৫ মার্চ কলকাতায় আসছেন মোদি। ৬ মার্চ গঙ্গার নীচে মেট্রো প্রকল্প সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি ৬ মার্চ বারাসাতে বিজেপির এক জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি মোদি। দক্ষিনবঙ্গের পর তাঁর গন্তব্য হবে উত্তরবঙ্গ।
আগামী ৯ মার্চ উত্তরবঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী সূত্র মারফত এমনটাই জানা গেছে। শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি লোকসভা ভোটের প্রচারে রাজনৈতিক জনসভাও করবেন নরেন্দ্র মোদি।
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে জলপাইগুড়িতে। শনিবার জলপাইগুড়ি ডিবিসি রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, বারাসাতের পর এবার জলপাইগুড়িতেও জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জলপাইগুড়ি জেলা বিজেপি।
জানা গিয়েছে, শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার কোনও এক জায়গায় মোদির জনসভা হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ময়নাগুড়িতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে আসছেন তিনি।
প্রসঙ্গত,লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসে যাওয়ায় প্রত্যেকটি জেলায় দলের নেতা–কর্মীদের মনোবল বাড়বে বলে মনে করছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনের পর থেকে সর্বত্র বিজেপির নীচুতলার কর্মীদের মনোবল ভেঙে যায়। সেটা এবার হবে না বলে মনে করছে বিজেপি। শিলিগুড়িতেও সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। ওই দিন সেখানে একটি জনসভা করার কথা তাঁর।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২টি রাজ্যে তাঁর সফর করার কথা রয়েছে। যাত্রা শুরু হচ্ছে সোমবার থেকেই। ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ১০ দিনে প্রধানমন্ত্রীর ২৯টি কর্মসূচি রয়েছে।