নিউজ ডেস্ক: জানুয়ারি মাসেই ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে অযোধ্যার রামমন্দির। এত বছর পর নিজের স্থায়ী ঠিকানা ফিরে পেয়েছেন রামলালা। যা নিয়ে সরগরম ছিল দেশ। লোকসভা ভোটের আগে এই রাম মন্দির উদ্বোধন বিজেপির ‘মাস্টার স্ট্রোক’ বলে মত জানিয়েছিল বহু রাজনৈতিক বিশ্লেষক। এবার এই আবহে সেই রামমন্দিরকে নিয়েই এক সভায় বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে তৃণমূলের তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়।
বিধায়কের এমন বক্তব্যে নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এ দিন শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে। যেখানে তারকেশ্বরের বিধায়ককে বলতে শোনা যাচ্ছে যে, ‘ওই যে রামমন্দির তৈরি হয়েছে, আমি মনে করি যে অপবিত্র ওই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায়। ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে।’
তৃণমূল বিধায়ক রামেন্দু সিনহা রায়ের বিরুদ্ধে এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি। হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতটাই বেড়ে গেছে যে এখন তারা ভগবান শ্রী রামের পূণ্যময় মন্দির যা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দির কে ‘অপবিত্র’ আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে।
এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তার পোস্টে আরও বলেন, ‘আমি শুধুমাত্র ওনার এই অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করেই বিরত থাকছি না, বরং এমন ঘৃণ্য বিবৃতি দিয়ে সারা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত হানার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’
শুভেন্দু অধিকারীর এ বক্তব্যে এটা স্পষ্ট যে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শুধু সোশ্যাল মিডিয়ায় সরব হয়েই তিনি থেমে থাকবেন না এরই সঙ্গে প্রয়োজনে আইনি পদক্ষেপের সাহায্যও নিতে পারেন শুভেন্দু অধিকারী।