নিউজ ডেস্ক : বসন্তেও চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। রবি ও সোমে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি চলেছে। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদলটা লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত মনোরম আবহাওয়া থাকবে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই মনোরম আবহাওয়া থাকবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই মোটের উপর আবহাওয়া একই রকম থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে আগামী দিন চারেক বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বরং বেলা বাড়লে তাপমাত্রা খানিকটা বাড়লেও সন্ধের পর থেকে স্বাভাবিক তাপমাত্রাই থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী তিন দিন সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রা নামবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তবে শুক্রবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে অনেকটাই চড়তে পারে পারদ।
পাশাপাশি শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া। এর আগে গতকাল তিলোত্তমা মহানগরীর বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছিল। যদিও মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরেও রোদ ঝলমলে আকাশ। আগামী তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতা শহরেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।