নিউজ ডেস্ক: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা জে পি নাড্ডার। সাংসদ হওয়ার মাত্র ১২ দিনের মাথায় সোমবার নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আগামী এপ্রিল মাসে তাঁর রাজ্যসভার এই পদে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই রাজ্যসভা থেকে আচমকা ইস্তফা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
উল্লেখ্য, সম্প্রতি তিনি গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। তবে এর আগে তিনি হিমাচলের সংসদ থাকায় সেই পদ থেকে ইস্তফা দিলেন। ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। প্রকাশ্যে আসা চিঠিতে তিনি লিখেছেন, “হিমাচল প্রদেশের প্রতিনিধি রাজ্যসভার নির্বাচিত সদস্য জে পি নাড্ডা, রাজ্যসভায় তাঁর আসন থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন।”