নিউজ ডেস্ক: আবারও কংগ্রেসের বড় ধাক্কা। অরুণাচল প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে, বিশিষ্ট কংগ্রেস আইনসভা দলের নেতা লম্বো তাইং সোমবার বিজেপিতে যোগদান করে। লম্বো তাইং এর এই সিদ্ধান্ত রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা ভোটের আগে কংগ্রেসকে চিন্তায় ফেলেছে।
উল্লেখ্য এর আগে ২০১৯ সালের নির্বাচনে ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেস চারটি আসন পেয়েছিল। তাইংয়ের দলত্যাগের পর গ্র্যান্ড ওল্ড পার্টিতে এখন কেবল একজন বিধায়ক, ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকি রয়েছে। গত সপ্তাহে, কংগ্রেসের অন্য দুই বিধায়ক নিনং এরিং এবং ওয়াংলিন লোয়াংডং এর সাথে ন্যাশনাল পিপলস পার্টির আরও দুই আইন প্রণেতা মুচ্চু মিথি এবং গোকর বাসারও বিজেপিতে যোগ দিয়েছেন।
তায়ং ছাড়াও তিরাপ জেলার খোনসা পশ্চিমের প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র বিধায়ক চাকত আবো ইটানগরে দলের রাজ্য সদর দফতরে বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে সন্দেহভাজন NSCN জঙ্গিদের দ্বারা তিরং আবোহ হত্যার পর একটি উপ-নির্বাচনে তিনি খোনসা পশ্চিম আসনে জয়ী হওয়ার পরে আবুহের সিদ্ধান্ত আসে। তিনি এনপিপির মনোনীত প্রার্থী ছিলেন।
প্রসঙ্গত, পূর্ব সিয়াং জেলার মেবো থেকে ছয় মেয়াদের বিধায়ক তাইয়েং এর আগে কংগ্রেস সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাইং এবং আবোহ বিজেপি যোগ করার ফলে বিধানসভায় বিজেপির শক্তি এখন ৫৫ টি আসনে দাঁড়িয়েছে। রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসাবে তার অবস্থানকে সুসংহত করেছে। অন্যদিকে এনপিপির দুটি আসন রয়েছে, যেখানে কংগ্রেসের একমাত্র প্রতিনিধির পাশাপাশি দুটি স্বতন্ত্র সদস্যও রয়েছে। তবে ভোটের আগে কংগ্রেস ছেড়ে এভাবে একের পর এক বিজেপিতে যোগ কংগ্রেসের ভীত অনেকটাই নড়বরে করছে। ফলত নির্বাচনের মুখে কপালে ভাঁজ পড়ছে কংগ্রেসের।