কলিযুগে আলৌকিক ঘটনা! এ কিসের ইঙ্গিত বুঝতে পারছেন এলাকাবাসী।
তবে যাই হোক মা এসেছেন তাঁদের গ্রামে ভেবেই আনন্দে আত্মহারা হচ্ছে এলাকার সকলে। মঙ্গলবার
আশ্চর্য ঘটনাটি ঘটে এদিন নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের
বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরের।
এদিন সকালে পুকুরের জলে ভেসে উঠল পাথরের
তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালি আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। স্থানীয়দের
দাবি, সোমবার পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল। কিন্তু তখন এই মূর্তি কোন রকম ভাবেই কারও নজরে আসেনি। সোমবার সকাল আটটা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায়
স্থানীয়রা, এরপর এলাকা জুড়ে শোরগোল পরতে যায়। দূর দূরান্ত থেকে মাতৃপ্রতিমা দেখতে আসে ভক্তরা।
কালী মূর্তিকে বসিয়ে শুরু করে পূজাঅর্চনা, করা হয় দুধ
দিয়ে অভিষেক। প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের।
একাংশদের দাবী এই মূর্তি তারা পুজো করবেন।
ঘাটের আশেপাশে তাঁরা মন্দির বানিয়ে এই স্বয়ম্ভূ প্রতিমা স্থাপন করবেন। এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পূজা অর্চনা চালিয়ে যাবেন। তবে
প্রশাসনের তরফে এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া মেলেনি। এর আগেও রাজ্যের নানান প্রান্তে
গণেশের দুধ খাওয়া থেকে শুরু করে গাছের ডালের ঈশ্বর রূপে দর্শন দেওয়ার ঘটনা ঘটলেও প্রতিমা
পুকুর থেকে উঠে এসেছে তা দীর্ঘকাল শোনা যায়নি। তবে মাটির নীচ থেকে পুরাতন প্রতিমা উদ্ধারের
ঘটনা প্রায় ঘটে থাকে।