নিউজ ডেস্ক: বুধবারই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত মেট্রো রুট। আর জ্যামে আটকে বাসে চেপে পৌঁছনোর তাড়া থাকবে না। এবার হাওড়া থেকে কলকাতা পৌঁছনো যাবে নিমিষেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে নয়া মেট্রো রুট। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন হবে ৬ মার্চ। গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনাও হতে চলেছে। গঙ্গার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
একটি হল, নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট। অন্যদিকে জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে সেই রুট। বুধবার সেই সম্প্রসারিত অংশেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
এই মেট্রো রুটের সূচনা হলে কোনও যাত্রী লোকাল ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমে ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেডে এসে নর্থ-সাউথ মেট্রো করিডরের যে কোনও স্টেশনে যেতে পারবেন (সেটা দক্ষিণেশ্বরের দিকে হোক বা কবি সুভাষের দিকে হোক)। আবার কবি সুভাষের দিকে গেলে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের যেকোনও স্টেশনে যেতে পারবেন। অর্থাৎ কলকাতার তিনটি মেট্রো লাইন সংযুক্ত হয়ে যাবে। তবে মাঝেরহাট মেট্রোর ক্ষেত্রে সেটা হচ্ছে না।
ইতিমধ্যে সামনে আনা হয়েছে নয়া মেট্টো রুটের ভাড়ার তালিকা। এক টিকিটেই হাওড়া থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা যাওয়া যাবে। মেট্রোর প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে চালু হতে চলা মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া ৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড ভাড়া ১০ টাকা৷ হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া পড়বে ৩০ টাকা৷ সদ্য চালু হওয়া নিউ গড়িয়া-রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে হাওড়া ভাড়া পড়বে ৫০ টাকা৷ একইভাবে হাওড়া থেকে কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা৷ সব মিলিয়ে এই মেট্রো রুট নিয়ে বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিল কলকাতাবাসী। এবার প্রধানমন্ত্রীর হাত ধরে সেই প্রতীক্ষারই অবসান হতে চলেছে বুধবার।