স্থায়ীকরণ, ভাতা বৃদ্ধি, সময়মত বেতন সহ একাধিক দাবিতে আশা কর্মীরা মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত
বঞ্চনার অভিযোগে ১ মার্চ থেকে কর্মবিরতিতে রয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী
ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার তাদের কর্ম বিরতি পঞ্চম দিনে পদার্পণ করল।
এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। উত্তরবঙ্গের দুটি জেলা
বাদে রাজ্যের ২১ টি জেলা থেকে আশা কর্মীরা এসে জমায়েত হয় স্বাস্থ্য ভবনের সামনে। আশা
কর্মীদের মূল দাবী, তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং তাদের
সমস্ত বকেয়া টাকা প্রদান করতে হবে। যতক্ষন না তাদের দাবি
মানা হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি তাদের। পাশাপাশি
বিধাননগর পুলিশের বিশাল বাহিনী ও র্যাফ উপস্থিত ঘটনাস্থলে।
উল্লেখ্য বহু বছর ধরে আশা কর্মীরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না
বলে অভিযোগ করছেন। তাঁরা বহুবার স্বাস্থ্য ভবন অভিযান করেছে। ভোটের আগে সরকারের তরফ
থেকে প্রতিশ্রুতি আসে। নির্বাচনের আনুষাঙ্গিক কাজেও তাঁদের ব্যবহার করা হয়েছে অতীতে
এমনটাই তাঁদের দাবি। তথাপি তাঁদের দাবি পূরণ হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।