নিউজ ডেস্ক: মালদ্বীপের সঙ্গে সম্পর্কে অবনতির মাঝেই বড় পদক্ষেপ নিল ভারত। মালদ্বীপের উপকণ্ঠেই লাক্ষাদ্বীপে নতুন করে নৌঘাঁটি বানাচ্ছে ভারত। ভারত মহাসাগরে নজরদারি আরও বাড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এই নজরদারির জোড় আরও বাড়াতে লাক্ষাদ্বীপে পাঠানো হচ্ছে ভারতীয় যুদ্ধজাহাজ ‘জটায়ু’কে। মালদ্বীপ সংলগ্ন সাগরে নজরদারি চালানোই হবে এই যুদ্ধ জাহাজের।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লাক্ষাদ্বীপে পৌঁছে যাবে ‘জটায়ু’। লক্ষদ্বীপের মিনিকয় দ্বীপে প্রাথমিক ভাবে রণতরীটিকে রাখা হবে। যদিও প্রাথমিকভাবে এই যুদ্ধ জাহাজ জটায়ুতে অল্প সংখ্যক অফিসার ও কর্মী পাঠানো হবে বলে স্থির হয়েছে। পরে আরও অফিসার ও কর্মী পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এই যুদ্ধ জাহাজ জটায়ুকে কেন্দ্র করেই নতুন নৌঘাঁটি গড়ে তোলা হবে বলে লাক্ষাদ্বীপে।
অন্যদিকে ভারত মহাসাগর অঞ্চলে, যেখানে ভারত ২০০৪ সাল থেকে একাধিক ঘাঁটি স্থাপন করছে, সেখানেই এবার ICG অ্যান্ড্রোথ দ্বীপে একটি নতুন জেটি নির্মাণ করছে ভারত। এই নতুন জেটিটি এই অঞ্চলের ওপর নজর রাখতে শীঘ্রই চালু হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, এই ঘাঁটিটি পশ্চিম আরব সাগরে জলদস্যুদের প্রতিহত করতে সাহায্য করবে। একই সঙ্গে মাদক বিরোধী অভিযানের দিকে ভারতীয় নৌবাহিনীর অভিযানের পরিসর আরও বাড়িয়ে তুলবে। যদিও ভারত মহাসাগরে নিরাপত্তা এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত জলপথে অবাধ চলাচলের ক্ষেত্রে এই নতুন নৌঘাঁটির গুরুত্ব অনস্বীকার্য, মালদ্বীপের নিকটবর্তী ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ ওই উপকূলে শক্তিবৃদ্ধি করতেই ওই নৌঘাঁটি তৈরি করতে চলেছে ভারতীয় নৌবাহিনী – এমনটাও ধারণা করা হচ্ছে। মালদ্বীপ থেকে মাত্র ৫০ মাইল দূরে তৈরি হবে এই ঘাঁটি। ফলে, এই ঘাঁটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।