EDর আধিকারিকদের ওপর হামলার ঘটনায় SIT গঠন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি তদন্তভার CBI কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হল। শেখ শাহজাহানকে CBI কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৪:৩০ টার মধ্যে শেখ শাহজাহান এবং মামলা সংক্রান্ত নথি CBI কে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।