বৃহস্পতিবার প্রধানমন্ত্রীরসভায় কমপক্ষে
এক লক্ষ মানুষের সমাবেশের টার্গেট নিয়েছে বিজেপি। মঙ্গলবার দুপুরে বারাসাতের কাছাড়ি
মাঠ পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বাংলার মানুষ
প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন। শুধু উত্তর চব্বিশ পরগনা নয়। আশাপাশের
লাগোয়া জেলা থেকেও বহু মানুইষ আসবেন। আর কয়েক কিলোমিটার দুরেই সন্দেশখালি। ফলে এখানে
এসে প্রধানমন্ত্রী কী বলেন তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে”। এদিন মঞ্চ ও মাঠ পরিদর্শন করে সুকান্ত জানান, “ ব্যবস্থাপনা
যা চলছে তাতে কালকের (বুধবার) মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি”।
এদিনই বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন সদ্য প্রাক্তন বিচারপতি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কোন আসন থেকে প্রার্থী হবেন কিংবা দলে তাঁর ভূমিকা কী হবে
এ নিয়ে কৌতুহলের শেষ নেই। এবিষয়ে সুকান্ত বলেন, “ওনার মত মানুষ যে কোন দলের জন্য সম্পদ।
উনি আগে দল যোগদান করুক। তাঁর পর দল সিদ্ধান্ত নেবে। উনি বিজেপিতে যোগ্য সম্মান পাবেন”। এদিন সুকান্ত মজুমদার শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে সময় বেঁধে
হস্তান্তরের নির্দেশকে স্বাগত জানান।