শেষ বার তিনি তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির হয়ে লড়েছিলেন।
জিতে মাঝপথে রাজ্য পুলিশের একের পর এক দেওয়া মামলার চাপে বিজেপির সঙ্গ ত্যাগ করেন।
এবারও যাতে তিনি টিকিট না পান তাঁর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তাঁর লোকসভা কেন্দ্রের
আওতায় থাকা দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। কোন রাখঢাক না রেখেই অর্জুন সিংকে
কটাক্ষ করেছেন দুই বিধায়ক। অর্জুন যাতে তৃণমূলের প্রার্থী না হন তাঁর জন্য গণস্বাক্ষর
করাচ্ছেন দুই বিধায়ক। এমনই অভিযোগ তুলছেন অর্জুন সিংহের অনুগামীরা।
Tags: arjun singharjun singh somnath syam controversytmc inner clash