সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর অভিজিৎ
গঙ্গোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন
অভিজিৎ গাঙ্গুলী বিচারপতির চেয়ারে বসে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন।
বাংলার মানুষকে দীর্ঘদিন বোকা বানিয়ে রাখা যায় না। তিনি যে শেষ দুই বছরের বিভিন্ন মামলায় রায়দান করেছেন সেই
রায়দান বিজেপির কথায় পক্ষপাত দুষ্টু ছিল তা আজ প্রমাণিত । তিনি বিজেপিতে জয়েন
করবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই কারণেই পরিকল্পনামত নিজের বিচারপতির আসন ব্যবহার করে নিজের রাজনৈতিক ইমেজ
তৈরি করার চেষ্টা করেছেন। আমরা মানুষের সঙ্গে থেকে নিজেদের রাজনৈতিক ইমেজ তৈরি
করি। তিনি আরো বলেন অভিজিৎ গাঙ্গুলী আইন ব্যবস্থা সহ রাষ্ট্রপতি দেওয়া চেয়ারের
অপব্যবহার করেছে । তিনি যে বিজেপির সঙ্গে আঁতাত করেই বিচারব্যবস্থাকে চালিয়েছেন
তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে। একজন ভ্রস্টাচারি তিনি। বিধায়ক অসিত মজুমদার জানান
আমি চাই রাজনীতির ময়দানে তাকে দেখার জন্য। যোগ্য জবাব মানুষ শেষ পর্যন্ত দেবে।