মামা এদিকে এসো। ছোট্ট শিশুদের ডাক মুখ্যমন্ত্রীকে। গাড়ি
থামিয়ে খুদেদের ডাকে সাড়াও দিলেন তিনি । তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
কচিকাঁচারা তাঁকে এই নামেই ডাকে। মামা। সেই ডাকে সাড়াও দেন তিনি। ক্যামেরা জন্য দেওয়া
কোন মেকি শট নয় এগুলি। দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীর তালিকা করা হলে তাতে প্রথমে তাঁর
নাম দুইয়ে থাকার কথা। কারণ যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্বশর্মা এই মুহুর্তে জনপ্রিয়তার
শীর্ষে রয়েছে। তবে যোগীর ইমেজ হিন্দুত্বের পোস্টার বয়। কঠোর এবং প্রশাসনিক। হিমন্ত
বিশ্বশর্মা আবার প্রশাসনিক ইমেজ হওয়ার পাশাপাশি অনেকখানি মানবিক। যিনি তাঁর ভিআইপি প্রোটকলের জন্য
মানুষের অসুবিধে না হয় সেই দিকটা দেখেন আবার শিশুদের ডাকে সারা দেন। ছাত্রীদের পড়াশুনার
জন্য নিজের পকেট থেকে টাকা বের করে দেন। এমনই এক মুহুর্ত ধরা পড়ল ক্যামেরায়। যেখানে
দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে কচিকাঁচাদের সঙ্গে মিশে গেলেন হিমন্ত।