আদালতের নির্দেশ মানতেই বুধবার বিকেলে ফের ৬ টি গাড়ি নিয়ে ভবানী ভবনের পথে রওনা CBI এর টিমের। মঙ্গলবারের পর বুধবারও ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে , বিকেল ৪টে ১৫ মিনিটে মধ্যে CBIএর হাতে তুলে দিতে হবে শেখ শাহজাহানকে। এরপর হাইকোর্টের নির্দেশ পেয়েই তৎপর হয় CBI.
প্রসঙ্গত আদালতের নির্দেশের পরেও ধৃত শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে পায়নি সিবিআই। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী বিরাজ ত্রিবেদী বলেন,’মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শাহজাহান শেখকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ মানেনি রাজ্য পুলিশ’।শেখ শাহজাহানকে CBI কে হস্তান্তর করেনি CID.