বালুরঘাটের আত্রেয়ী ড্যামে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনায় ছড়ালো চাঞ্চল্য এলাকায়। জানা গেছে বছর 14 এর ওই ছাত্রের নাম দীপতর্ক দেব। মৃত ডিএভি স্কুলের ছাত্র। বাড়ি বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায়। জানা গেছে ওই মৃত ছাত্র আজ তার কয়েকজন বন্ধুদের নিয়ে আত্রেয়ী নদীর ড্যামে স্নান করতে যায়। সেখানেই কোনোভাবে সে ড্যামের জলে তলিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা দেখেন মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দীপ্তর্কের বন্ধু স্বপ্নীল বরুয়া জানায়, ” বাঁচার জন্য কিছুক্ষন ছটফট করেছিল দীপতর্ক। কিন্তু অতদুর যাওয়ার আগেই জলে তলিয়ে যায় সে”।