নিউজ ডেস্ক: অবশেষে বিজেপিতে যোগ বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়ের। বুধবার সন্ধ্যায় বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন দলে যোগদান করলেন তিনি। তাপস রায় কে পুষ্পস্তবক দিয়ে মোদিজীর পরিবারে স্বাগত জানালেন সুকান্ত মজুমদার।”এ সরকার শেখ শাহাজাহান-শিবু উত্তমদের সরকার”- বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে কটাক্ষ করলেন তাপস রায়।
সোমবার তৃণমূলের সঙ্গ ত্যাগের পর মঙ্গলবার তাপস রায়ের বাড়িতে যান বিজেপি নেতা সজল ঘোষ। সূত্রের খবর, তখনই বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে কথা হয় তাঁর। তখনই চূড়ান্ত হয় তাপসবাবুর বিজেপিতে যোগদানের সূচি। এরপর বুধবারই স্পষ্ট জানিয়েছিলেন বিজেপি যোগের কথা।
সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শোনা গেছিল তাপস রায়ের কথায়। স্পষ্ট ভাবেই তিনি জানিয়েছিলেন দলে থেকে তিনি কেবল অপমান আর অবহেলা পেয়েছেন। এমনকি ইডি রেটের সময় দল তার পাশে থাকেনি বলেও অভিযোগ করেন তাপস রায়।
এরপরেই সোমবার বিধানসভায় গিয়ে তিনি বরানগরের বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বুধবার তাঁকে বিধানসভায় শুনানির জন্য ডাকা হলেও তাপস রায়ের ইস্তফাপর্ব মিটল না। তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছিলেন। সেখানে তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা সংক্রান্ত শুনানি ছিল। কিন্তু স্পিকার জানিয়েছেন, তাপসের ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। জানানো হয় তার ইস্তফা পত্র গ্রহণযোগ্য নয়। এর কারন হিসেবে জানানো হয় টাইপ করা ইস্তফা পত্র বিধানসভা গ্রহন করবেনা, হাতে লিখে জমা দিতে হবে ইস্তফা পত্র। ফলে তাঁকে বৃহস্পতিবার আবার আসতে বলা হয়েছে।
উল্লেখ্য বিধানসভায় যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। সেখানে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, বিকেলে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও তাপস রায় প্রার্থী হবেন কি না, সেব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি বিজেপির তরফে। তবে লোকসভা ভোটের মুখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তাপস রায়ের যোগ বেশ অর্থবহ বলেই মনে করছেন বিশিষ্টরা।