ভারতে প্রত্যেক দিন ৯৬ জন নারী ধর্ষিতা হচ্ছেন। এর
মধ্যে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে এমনটা
উল্লেখ আছে দাবি অধীর রঞ্জন চৌধুরীর।
এপ্রসঙ্গে তিনি বলেন, “পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের
ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র তালিকায় প্রথম দিকে রয়েছে। সব রাজ্যে তো ইন্ডি জোটের সরকার নেই”।
প্রসঙ্গত বুধবার বারাসাতের সভা
থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে মহিলাদের উপর আত্যাচার প্রসঙ্গে রাজ্য প্রশাসনকে নিশানা
করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “মা বোনেদের উপর অত্যাচার করে
পাপ করেছে তৃণমূল কংগ্রেস”। এবিষয়ে সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া
চাওয়া হলে তিনি বলেন, “ সন্দেশখালিতে তৃণমূল
অন্যায় করেছে। আমার উপর সেখানে যাওয়ার জন্য মামলা করেছে। তবে বিরোধী রাজ্যে ধর্ষণ হয়
ব্যাপারটা এমন নয়। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি। ভারতে প্রত্যেক দিন ৯৬ জন নারী ধর্ষিতা হচ্ছেন। এর মধ্যে বিজেপি শাসিত
রাজ্যও রয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র তালিকায় প্রথম দিকে রয়েছে। সব
রাজ্যে তো ইন্ডি জোটের সরকার নেই”।