নিউজ ডেস্ক : বসন্তের আমেজ চারিদিকে। ভোরের দিকে ও বিকেলের পর থেকে মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে। তবে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অনুভূতি খানিকটা বাড়বে। নতুন করে ফিরবে ভ্যাপসা গরম। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরেও। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷তবে বৃহস্পতিবার বৃষ্টিরও সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে আবহাওয়ায় বড়সড় বদল দেখা যেতে পারে।
উত্তরবঙ্গ জুড়ে মনোরম আবহাওয়া। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে। শুক্রবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল-সন্ধ্যে মনোরম আবহাওয়া থাকছে। বিশেষ করে ভোরে ও রাতে হালকা শীতশীত ভাবও অনুভূত হচ্ছে জেলায়-জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। শনিবারের পর সেই তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যাওয়ার জোরালো ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বৃষ্টি হবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরেও। ওড়িশা সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
অন্যদিকে শহর কলকাতায়, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বৃহস্পতিবার ভোরের দিকে ও সন্ধ্যের দিকে মনোরম পরিবেশ থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক শহর কলকাতার আবহাওয়ার বিশেষ বদল চোখে পড়বে না। শুক্রবার থেকে কলকাতা শহরের তাপমাত্রা খানিকাটা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।