অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে নিয়ে যেতে তাঁর বাড়িতে পৌঁছলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। হাতে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন তিনি। অগ্নিমিত্রা বলেন, “অভিজিৎ বাবুকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত।”
অগ্নিমিত্রা পলের সঙ্গে উপস্থিত রয়েছেন, দলের সাধারণ সম্পাদক এবং বিধায়ক। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে তার বাসভবন এফডি-৪১৯ থেকে দলীয় কার্যালয়ে নিয়ে যাবেন। সেখানে বিজেপির দলীয় কার্যালয়ে পদ্মের পতাকা হাতে তুলে নেওয়ার কথা প্রাক্তন বিচারপতির।