নিউজ ডেস্ক: বিচারবিভাগ থেকে রাজনৈতিক ময়দানে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়-একথা জানিয়েছিলেন আগেই। সেই কথা মতোই বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন দলে যোগদান করলেন তিনি। পার্টি অফিসে পৌঁছোতেই শঙ্খধ্বনি দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, বিচারপতি হিসেবে এর আগে একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ভোটের মুখে আচমকা গত রবিবার তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দিয়ে তিনি জানান, বিজেপিতে যোগ দেবেন তিনি। একই সঙ্গে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। এমনকি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। বলেন, তালপাতার সেপাই রয়েছেন যিনি তৃণমূলের সিনিয়র নেতাদের বিপদে ফেলতেই নারদ-চক্রান্ত করেছিলেন। সবটাই চক্রান্ত বলেও দাবি করেছিলেন। শুধু তাই নয়, ডায়মণ্ডহারবারে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জও জানান প্রাক্তন বিচারপতি।
তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে? দেওয়া হলে কোন কেন্দ্র থেকে? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মেলেনি এখনও। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এবার লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে তাঁকে টিকিট দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, “দল চাইলে ভোটে লড়ব, নাহলে যেখানে দল কাজ দেবে, সেখানে কাজ করব।”