নিউজ ডেস্ক: জামিন চেয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শেখ শাহজাহনের তরফে জামিনের আবেদন জানানো হয়। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ জরে দিয়েছেন বলে খবর।
উল্লেখ্য সিবিআই হেফাজতে এক রাত কাটিয়ে ফেলেছেন শেখ শাহজাহান । বুধবারই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় সিআইডি । আপাতত নিজাম প্যালেসে রাখা হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, রাতে একফোঁটাও ঘুম হয়নি তাঁর । জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্রেকফাস্টে ভাতের আবদার করেছিলেন তিনি । কিন্তু, সেই আবদার মেটায়নি সিবিআই । রুটি, সবজিতেই সারতে হয়েছে প্রাতঃরাশ ।
এদিকে, বুধবার হেফাজতে নেওয়ার পর থেকেই সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে শাহজাহানকে । কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে অসহযোগিতা করছেন ‘সন্দেশখালির বাঘ’।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহাজাহান পুলিশ হেফাজতে বাঘের মত থাকলেও, সিবিআই হেফাজতের পর তাঁর অবস্থা নেংটি ইঁদুরের মত হয়ে গিয়েছে। নিজের এক্স পোস্টে ভিডিও পোস্ট করে এভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে শুভেন্দু লিখেছেন পুনঃ মুষিক ভবঃ, অর্থাৎ পুলিশ হেফাজতে সন্দেশখালির শেখ শাহজাহান বহাল তবিয়তে থাকলেও, সিবিআই হেফাজতে যাওয়ার পর অপরাধীর যেরকম আচরণ হওয়া উচিত সেরকমই হয়ে গিয়েছে।
এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য সন্দেশখালির মহিলারাই গোটা সন্দেশখালি জুড়ে শেখ শাহজাহান সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিজেপি তাঁদের সঙ্গ দিয়েছে। পাশাপাশি দিলীপের বক্তব্য সন্দেশখালির মহিলারা বিজেপি এবং প্রধানমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন।