তাঁর
উচ্চতা তিন ফুট। বয়স ২৩ বছর। যাকে আগে তাচ্ছিল্য করা হত তিনি এখন চিকিৎসক। চুটিয়ে সরকারি
হাসপাতালে শিক্ষানবিশ ডাক্তার হিসেবে চিকিৎসা করছেন গণেশ বরৈয়া। এম
বি বি এস পরীক্ষায় প্রথমে নিতে চায় নি মেডিক্যাল কাউন্সিল। শারীরিক উচ্চতার জন্য বাতিল করে দেওয়া হয়েছিল। বলা
হয় কম উচ্চতার জন্য তিনি এমারজেন্সি বিভাগে চিকিৎসা করতে পারবেন না। বহু জায়গায়
আবেদন করেও সুরাহা হয় নি। শেষে গুজরাট উচ্চ আদালতে মামলা করেন গণেশ বরৈয়া। সেই
মামলা মামলা হেরেও যান। সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। সেই মামলায় আশার আলো
দেখতে পান গণেশ। সর্বোচ্চ আদালতের রায়ে ২০১৯ সালে এম বি বি এস কোর্সে ভর্তি হন।
ভালভাবেই পাশ করে এখন গুজরাটের ভাবনগর হাসপাতালে কর্মরত রয়েছেন গণেশ। প্রতিবন্ধতাকে তা জয় করে এই ছোট্ট
ডাক্তার বাবু আজ সফল।