নিউজ ডেস্ক: সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত না হলেও প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে প্রায় সব দলেরই। বিজেপি তো প্রথম দফার তালিকাও প্রকাশ করেছে ইতিমধ্যেই। এ প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বৃহস্পতিবারই কংগ্রেসকে প্রশ্ন করেছিলেন যে কেন লোকসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করতে এত দেরি করছে তারা। তিনি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যে আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঘোষণা করতে কেন দেরি করছেন?
স্মৃতি ইরানি বলেন, ” যারা বলে যে আমেঠি গান্ধী পরিবারের ঘাঁটি তারা প্রার্থী ঘোষণা করতে কেন এত সময় নিচ্ছে? তাদের আস্থার অভাব স্পষ্ট ইঙ্গিত দেয় যে আমেঠি আর কংগ্রেসের ঘাঁটি নয়। যদি তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তার মানে নির্বাচনের আগেই তিনি আমেঠি থেকে হারের কথা ঘোষণা করছেন। আমি বলেছিলাম যে তাঁর নেতার সাহস থাকলে মায়াবতী, অখিলেশ যাদবকে ছাড়া একা আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। সত্য বেরিয়ে আসবে।”
‘আমেঠির মানুষ চাইছেন রাহুল গাঁন্ধী এবার সেখানে ভোটে লড়ুক।’ কেন্দ্রীয়মন্ত্রী ও আমেঠির বিজেপি সাংসদ স্মৃতি ইরানি কংগ্রেস সাংসদকে চ্যালেঞ্জ জানানোর পরেই এই মন্তব্য করলেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এমনকী তিনি এমন দাবিও করেন যে, স্মৃতি ইরানিকে ২০১৯ সালে নির্বাচিত করে যে ভুল করেছেন তা আমেথির মানুষ বুঝতে পেরেছেন।
সম্প্রতি স্মৃতি ইরানি রাহুলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তাঁর পূর্ববর্তী লোকসভা কেন্দ্র আমেঠি থেকে ভোটে দাঁড়াক রাহুল গাঁন্ধী। তিনি বলেন, “২০১৯ সালে উনি (রাহুল) আমেথি ছেড়েছিলেন। আজ আমেথি ওঁকে ছেড়ে দিয়েছে। যদি উনি আত্মবিশ্বাসী হন, তাহলে ওয়েইনাড না গিয়ে, এই আমেথি থেকে তাঁকে লড়তে দিন।” এরপরই আজ জয়রাম রমেশের তরফে দাবি করা হয়, আমেঠির মানুষ রাহুলকে চাইছেন।”
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে আমেঠি আসনে সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ে জয়ী হন স্মৃতি ইরানি। তখনই আমেঠিবাসীকে কথা দিয়েছিলেন, সেখানে বাড়ি বানাবেন। সম্প্রতি সেই নতুন বাড়িতে থাকা শুরু করেছেন বিজেপি নেত্রী। এরপর সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল এ বারেও আমেঠি থেকে লড়বেন এই হেভি ওয়েট।