সল্টলেকের
দলীয় দপ্তরে সদ্য অবসর প্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করায় খুশিতে মেতে
উঠল বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবেড়িয়া
বাজারের শিবমন্দির এলাকায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়ে অকাল হোলি ও মিষ্টি বিতরণ করে বিজেপির যাদবপুর সাংগঠনিক
জেলার সহ সভাপতি দিলীপ হালদারের নেতৃত্বে বিজেপির কর্মী সর্মথকরা।
যদিও অভিজিৎ
গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের বিষয়ে তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ প্রতিক্রিয়া
দিতে গিয়ে বলেছেন, “ এখন বোঝা যাচ্ছে ওনার
রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল তা বোঝা যাচ্ছে। এতদিন উনি মানুষের বিচার
করেছেন এবার মানুষ ওনার বিচার করবে। বিচারব্যবস্থার উপ মানুষের ভরসা উঠে গেল। উনি
বিচারকের আসনে বসে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। ভাল হয়েছে উনি
ময়দানে এসেছেন। এবার খেলা হবে”।