নিউজ ডেস্ক: কখনো গরম তো কখনো ঠাণ্ডা। এই হচ্ছে এখনকার আবহাওয়া। ফ্যান চালালে ঠাণ্ডা আর ফ্যান অফ করলেই লাগছে গরম। একধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভূত হচ্ছে ভোর ও সন্ধ্যার দিকে। মোট কথা আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কেটে যাচ্ছে বসন্ত। বসন্তেও শীতের আমেজ। শুক্রবার শিবরাত্রি। সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস। তাতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। বরং হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করে প্রায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।
উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহে পারদ বেশ খানিকটা চড়তে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে। কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।
পাশাপাশি দক্ষিনবঙ্গে শুক্রবার পরিষ্কার আকাশ। রবিবারের পর ফের তাপমাত্রা চড়বে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দুই মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হবে না।
অন্যদিকে কলকাতায় আজ, শুক্রবার দিনভর পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী দুদিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। আগামী সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।