নিউজ ডেস্ক: কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। লোকসভা ভোটের মুখে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল মোদী সরকার। অক্টোবরের পর আবারও মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্র সরকারের কর্মচারীদের। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে হল ৫০ শতাংশ।মন্ত্রক সূত্রের খবর, ডিএ বৃদ্ধির সুফল পাবেন ৪৯ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। একই সঙ্গে ৬৭ লক্ষ ৯৫ হাজার পেনশনভোগীও এই সুবিধা পাবেন।
ডিএ বৃদ্ধির খবর দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে বর্ধিত হারের এই মহার্ঘ ভাতা। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র ফারাক বেড়ে দাঁড়াল ৩৬ শতাংশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এর জেরে সরকারের বাড়তি ১২৮৬৮ কোটি টাকা খরচা হবে ৷৪ শতাংশ ডিএ বৃদ্ধির জেরে যদি কারোর বেতন প্রতি মাসে ৫০,০০০ টাকা হয় এবং বেসিক পে ১৫০০০ টাকা হয় তাহলে বর্তমানে তিনি ডিএ হিসেবে ৬৯০০ টাকা পাবেন ৷ এটা বেসিক পে-র ৪৬ শতাংশ ৷ ডিএ বৃদ্ধির পর এবার তিনি পাবেন ৭৫০০ টাকা ৷ তাহলে হিসেব অনুযায়ী, বেতন বৃদ্ধি হবে ৬০০ টাকা প্রতি মাসে ৷
প্রসঙ্গত, কেন্দ্রের এই ঘোষণার পর বাংলার সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক হল ৩৬ শতাংশ। মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মীদের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অসন্তোষের আবহ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। আদালতেই সুরাহা খুঁজছে কর্মচারী ইউনিয়নগুলি।
গত ৮ ফেব্রুয়ারি, রাজ্য বাজেটে, রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানোর ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী, ওই ৪ শতাংশ বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে মে মাস থেকে। সেই নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার ফারাক আপাত দৃষ্টিতে কমে ৩২ শতাংশ হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার মোদি সরকার আরও ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করায় ফারাক ৩৬ শতাংশই রইল।