শেখ শাহাজাহানের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ইডির সিল করা তালা খুলে শাহাজাহানের বাড়িতে ঢুকল সিবিআই। সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় পৌঁছলো সিবিআই এর বিশাল টিম। ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শহাজাহানের বাড়িতে সিবিআই। সিবিআই এর সঙ্গে হাজির ইডির দুই অফিসার। ৫ জানুয়ারি আক্রান্ত হওয়া ইডির দুই অফিসারকে নিয়ে শুক্রবার এলাকায় যায় সিবিআই। ঘটনার ২ মাস পর ঘটনাস্থলে কেন্দ্রীয় ফরেনসিক দল। শেখ শাহাজাহানের বাড়িতে ভিডিওগ্রাফি কেন্দ্রীয় ফরেনসিক দলের।পাশাপাশি এলাকা থেকে নমুনা সংগ্রহও করে ফরেনসিক দল।