নিউজ ডেস্ক: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার সফর উত্তরবঙ্গে। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে পরপর তিনটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনটিই ছিল মূলত দক্ষিণবঙ্গে৷ তাই এবার উত্তরের জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী৷ বিজেপি সূত্রে খবর, শনিবার ৯ মার্চ ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী৷ তিনদিনের তিনটি কর্মসূচি নিয়ে এবার রাজ্যে আসছেন মোদী৷
জানা গিয়েছে, আগামী ৯ তারিখ রাজ্যে এসে প্রধানমন্ত্রী ওইদিন শিলিগুড়ি যাবেন। এরপর ১১ মার্চ তিনি যাবেন ঝাড়গ্রামে৷ অন্যদিকে, আগামী ১২ মার্চ কোচবিহারে জনসভা করতে পারেন তিনি। তবে এই জনসভাগুলির সঠিক সময় এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী সচিবালয় থেকেও এখনও কিছু জানানো হয়নি৷
প্রসঙ্গত, লোকসভা ভোটের আবহে ঘন ঘন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী৷ এমনকী অমিত সাহের ৩৫ আসনের থেকে একধাপ এগিয়ে খোদ মোদী জানিয়ে দিয়েছেন, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে৷ আর সেকারণেই বাড়তি নজর এখন পশ্চিমবঙ্গের দিকে।
এর ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি স্পষ্টতই জানিয়েছিলেন, অন্তত প্রধানমন্ত্রীকে ৩৫টি জনসভা করার অনুরোধ করা হবে৷ তবে যেভাবে প্রধানমন্ত্রী মার্চের প্রথম সপ্তাহেই একের পর এক সভা করছেন, তাতে বিজেপির দাবিকে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।
উল্লেখ্য এর আগে হুগলি, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতে জনসভা করেন প্রধানমন্ত্রী মোদী৷ আর তিন সভা থেকেই রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে৷ এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখান থেকে তিনি কি বার্তা দেবেন এখন সেটাই দেখার।