শুক্রবার, ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডীপুর বিধানসভার নরগ্রাম মিলন সংঘে মহাশিবরাত্রির দিন উপস্থিত হলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী। নরগ্রাম মিলন সংঘের শিব মন্দিরে সৌমেন্দু অধিকারী পূজো দিয়ে প্রচার শুরু করেন। এর পর চন্ডীপুর বিধানসভার ডিহি পুরুলিয়া শিব সংঘ ক্লাবের মহাশিবরাত্রি উপলক্ষ্যে উৎসব ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর তিনি শিব মন্দিরে পুজো দেন এবং মহাশিবরাত্রি উপলক্ষ্যে উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে তিনি মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর তিনি ঈশ্বরপুরের,কুলুপ রথ পাড়া শিবমন্দিরে যান এবং মন্দিরে পূজো দেন।সেখানে মহাশিবরাত্রি উপলক্ষ্যে উপস্থিত মহাদেবের ভক্তবৃন্দের সঙ্গে মিলিত হয়ে তাঁদের অভিনন্দন জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শিবরাত্রির দিন এভাবেই সামাজাইক কর্মসূচির মাধ্যমে তিনি জনসংযোগ করেন। জয়ের ব্যাপারে আশাবাদী সৌমেন্দু। তিনি বলেন, “নরেন্দ্র মোদীর প্রার্থী যিনি হবেন তিনিই জিতবেন। জয় নিয়ে ভাবছি না। মার্জিন বাড়াতে হবে। তৃণমূল এখানে পাত্তা পাবে না। মানুষ আমাদের সঙ্গে আছে”।