নিউজ ডেস্ক: দিল্লিতে শুরু হল ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ডিজিটাল দুনিয়ার ক্রিয়েট্ররদের জন্য নয়া ভাবনা মোদি সরকারের। এই বছর প্রথম দেওয়া হচ্ছে ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে শুরু হয়েছে অনুষ্ঠান। ২৩ জন ডিজিটাল ক্রিয়েটরকে বিভিন্ন ক্যাটেগরিতে দেওয়া হবে এই পুরস্কার। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ৩ জন আন্তর্জাতিক ব্যাক্তিত্বও।
প্রসঙ্গত,প্রধানমন্ত্রী গতমাসে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডের ঘোষণা করেছিলেন। মূলত গেমিং, টেকনোলজি, গল্প বলা, শিক্ষা, সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনার মতো বিভিন্ন বিভাগে যেসব ক্রিয়েটাররা জনপ্রিয় হয়েছেন তাঁদেরকেই পুরস্কার দেওয়া হবে এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা হওয়ার পরেই শুরু হয় মনোনয়ন পর্ব। ২০ টি ক্যাটেগরিতে দেড় লাখের বেশি মনোনয়নের মধ্যে মোট ১০ লক্ষ ভোটের মাধ্যমে ২৩ জন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রের কনটেন্ট ক্রিয়েটরদের ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন।
উল্লেখ্য এই অনুষ্ঠানে প্রবেশ পান্ডেকে ‘গ্রিন চ্যাম্পিয়ন’ বিভাগে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি কীর্তিকা গোবিন্দসামিকে সেরা গল্পকারের পুরস্কার দেওয়া হয়েছে। গায়িকা মৈথিলী ঠাকুর ‘কালচারাল অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। টেক ক্যাটাগরিতে গৌরব চৌধুরী এবং ট্রাভেল সেক্টরে আইজাজ সরফরাজের সঙ্গে কামিয়া জানি পুরস্কৃত হয়েছেন।
সম্মানিত হওয়ার পর বিজয়ীরা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন সামাজিক উন্নয়নের বার্তা, পরিবেশ রক্ষার বার্তা, শিক্ষা-সহ একাধিক বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্রিয়েটরদের সৃজনশীলতা ও দক্ষতাকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার।