তমলুক লোকসভা কেন্দ্রে এখনো তার নাম ঘোষণা
হয়নি।
তার আগেই এই লোকসভা কেন্দ্রের ধনেশ্বরপুর
এলাকায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে শুরু হয়ে গেল দেওয়াল লিখন।
স্থানীয় বিজেপি কর্মীরা বলছেন দু-একদিনের
মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। আমরা খবর পেয়েছি উনিই
প্রার্থী হবেন। তাই আগেভাগেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। স্থানীয় বিজেপি কর্মী শোভন কুমার মন্ডল বলেন,“উনি যেভাবে রায় দিয়েছেন তা অভূতপূর্ব। উনি বিচারকের আসন ছেড়ে আমাদের
দলে যোগ দিয়েছেন। আমরা খবর পেয়েছি, উনিই প্রার্থী হচ্ছেন।
তৃণমূল সব দেওয়াল আগেভাগে যাতে না দখল করে নিতে পারে তার জন্য আমরা প্রার্থীর
হয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছি”।
বিজেপিতে যোগদান করবেন এই খবর নিজ মুখের স্বীকার
করার আগেই বিজেপি সুত্রের খবর ছিল তিনি বিজেপিতে যোগ দেবেন এবং তমলুক লোকসভা
কেন্দ্র থেকে প্রার্থী হবেন। প্রথমটা মিলে গেছে দ্বিতীয়টা মেলার অপেক্ষায়
রাজনৈতিক মহল। রবিবার তিনি জানান রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন। সোমবার শেষবারের মতন কলকাতা হাইকোর্টে বিচারকের আসনে মামলা ছাড়ার জন্য
বসেন। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করে দেন।
জল্পনা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
প্রসঙ্গত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী
তালিকা চূড়ান্ত করতে ম্যারাথন বৈঠকে বসেছেন বিজেপি নেতারা। মনে করা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য বুধবার গভীর রাত পর্যন্ত
বৈঠক করেছেন বিজেপির নির্বাচনী কমিটির নেতারা। শীর্ষ নেতৃত্বের
বৈঠকে হরিয়াণা, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান ও পশ্চিমবঙ্গের আসন নিয়ে
আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।সপ্তাহান্তে আরো ১৫০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে
গেরুয়া শিবির। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে অন্তত ৩৪৫
জন প্রার্থীর নাম ঘোষণার পরিকল্পনা রয়েছে। তাতে দ্বিতীয় কিংবা তৃতীয় দফায় বাংলার বেশ কিছু আসনে কারা প্রার্থী
হচ্ছেন সেই নামগুলি প্রকাশিত হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।