আন্তর্জাতিক নারী দিবসে নারীদের বিশেষ সম্মান
উত্তরপূর্ব সীমান্ত রেলের। ট্রেনের গার্ড থেকে চালক, নিরাপত্তার
দায়িত্ব থেকে টি টি সবই মহিলা। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ উদ্যোগ রেলের। আপ
শিলিগুড়ি বামনহাট এক্সপ্রেসে তৈরি হল অন্যরকম আবহ। গোটা ট্রেনটাই যেন বলতে চাইলেন
আমি নারী, আমি সব পারি।
শুক্রবার শিলিগুড়ি থেকে এই ট্রেন নিয়ে আসেন
মহিলা চালক। আলিপুরদুয়ার জংশনে বেলা সাড়ে এগারটায় এই
ট্রেন পৌছায়। এই ট্রেনের চালকের আসনে দায়িত্ব নেন লোকো পাইলট ঐন্দ্রিলা রক্ষিত।
তবে শুধু চালক নয়, এই ট্রেনের সহ চালক থেকে নিরাপত্তার
দায়িত্বে এদিন ছিলেন মহিলারা। এই ট্রেনের টিটি ও ছিলেন নারী। আস্ত ট্রেনের খুটি নাটি সব দায়িত্ব নিপুণ
হাতে সামলেছেন মহিলারা।
এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনের স্টেশন সুপারিটেন্ডেন্ট
ছিলেন রুনু গুহ। শুধু তাই নয়, রেলের কন্ট্রোল রুমের
দায়িত্বেও ছিলেন মহিলারা। আসলে উত্তরপূর্ব সীমান্ত রেলের মহিলারা দেখালেন তারাও পারেন। পিছিয়ে নেই তারা। এই উদ্যোগে খুশি
রেলের মহিলা কর্মীরা। এদিন আলিপুরদুয়ার জংশনে এই ট্রেনের মহিলা কর্মীদের সংবর্ধনা
দেন রেলের উচ্চপদস্থ কর্তারা।