নিউজ ডেস্ক : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে নজর। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতের পর এবার শিলিগুড়ি। ভোট মরশুমে শনিবার বাংলায় চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার শিলিগুড়িতে ৪৫০০ কোটি টাকারও অধিক মূল্যের রেল ও সড়ক সেক্টরের একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন, উৎসর্গ করবেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় শনিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের প্রথম সভাটি শিলিগুড়ি দিয়ে শুরু করেছেন তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন কাওয়াখালি মাঠে বিকেল তিনটেয় ওই সভা করবেন প্রধানমন্ত্রী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে যাবেন কাওয়াখালি ময়দানে। প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। আধ ঘণ্টার সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন। এজন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে রাজনৈতিক সভা হবে, অন্য মঞ্চটি প্রশাসনিক মঞ্চ।
শনিবারের সভায় প্রধানমন্ত্রী রেল লাইনের বৈদ্যুতিকীকরণের একাধিক প্রকল্প রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন, যা উত্তরবঙ্গ ও নিকটবর্তী অঞ্চলের জনগণকে উপকৃত করবে। এই প্রকল্পগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একলাখী-বালুরঘাট সেকশন, বারসোই-রাধিকাপুর সেকশন, রাণীনগর জলপাইগুড়ি-হলদিবাড়ি সেকশন, শিলিগুড়ি-আলুয়াবাড়ি সেকশন ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি-সেবক-আলিপুরদুয়ার জং.-সামুকতলা (আলিপুরদুয়ার জং.-নিউ কোচবিহার সমেত) সেকশন। প্রধানমন্ত্রী মনিগ্রাম-নিমতিতা সেকশনে রেলওয়ে লাইনের দ্বৈতকরণ প্রকল্প এবং আমবাড়ী ফালাকাটা-আলুয়াবাড়ীতে অটোমেটিক ব্লক সিগনালিং-সহ নিউ জলপাইগুড়ীতে ইলেকট্রনিক ইন্টারলকিং-এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্পও দেশের প্রতি উৎসর্গ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শিলিগুড়ি ও রাধিকাপুরের মধ্যে একটি নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার সূচনা করবেন।
এই রেল প্রকল্পগুলির ফলে অঞ্চলটিতে রেল যোগাযোগ উন্নত হবে, পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে অর্থনৈতিক বিকাশে অবদান রাখবে।
উল্লেখ্য শনিবার দুপুরে শিলিগুড়িতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রিত হয়েছে যান চলাচল। এদিন দুপুর ২টো থেকেই কাওয়াখালিতে এশিয়ান হাইওয়ে ২-তে বন্ধ রাখা হবে যান চলাচল। পাশাপাশি নৌকাঘাটের কাছে দুপুর ১টার পর যান চলাচল নিয়ন্ত্রণ হবে বলে জানা যচ্ছে। তবে যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই সে সব রাস্তা বন্ধ থাকবে তার জন্য বিকল্প রুটও থাকবে।