লোকসভা ভোটের মুখে বিজেপিতে ফের ধাক্কা। বিধায়ক মুকুটমণির পর বিজেপি ছাড়লেন সংসদ কুনার হেমব্রম। প্রথম দফার প্রার্থী তালিকায় ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। শনিবার শিলিগুড়িতে মোদীর সভার আগেই শুক্রবার ঝাড়গ্রামের বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতোকে চিঠি দিয়ে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন এই সাংসদ।মেয়াদ শেষ হওয়ার আগেই বিজেপি সাংসদদের দল ছাড়াকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
যদিও দল ছাড়ার পিছনে রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত কারণকেই দায়ী করেছেন কুনার হেমব্রম । শনিবার ঝাড়গ্রামের সাংসদ বলেন, “এটা অভিমানের ব্যাপার নয় । কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণ আমি আর দলে কাজ করতে চাইছি না ।” উল্লেখ্য বৃহস্পতিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল বিধায়ক মুকুটমণি অধিকারী।