নিউজ ডেস্ক: শনিবার উত্তরবঙ্গে চতুর্থ দফার জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে অসমে তাঁর কর্মসূচি রয়েছে। সেই সবের আগে শনিবার ভোরে কাজিরাঙা জাতীয় উদ্যানে হাতি পিঠে চেপে সাফারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী প্রথমে কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতির পিঠে চড়েন। এরপরে সেই রেঞ্জেই জিপে করে জঙ্গল সাফারি করেন মোদী।
শনিবার ভোর সাড়ে পাঁচটায় রাজ্য পুলিশের অতিথিশালা থেকে কহরা রেঞ্জের মিহিমুখের উদ্দেশ্যে রওনা হন প্ৰধানমন্ত্ৰী। সেখানে পৌঁছন ঠিক ভোর ৫:৪৫টায়। এরপর ‘লখিমি’, ‘প্ৰদ্যুম্ন’নামে দুটি হাতিকে আখ খাইয়েছেন। এর পর ‘প্ৰদ্যুম্ন’ নামের সবচেয়ে বলিষ্ঠ ও প্রশিক্ষিত হাতির পিঠে চড়ে ঘুরে ঘুরে উপভোগ করেন কাজিরঙার মনোরম দৃশ্য। এরই সঙ্গে প্রস্তুত ছিল আরও ১২টি হাতি। এগুলির পিঠে চড়েন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসপিজির কর্মকর্তারা।
এরপর মিহিমুখ থেকে ডাফলাং টাওয়ার পর্যন্ত জিপসি সাফারি করেছেন তিনি। ৮:২০ মিনিট পর্যন্ত আড়াই ঘণ্টার বেশি সময় কাজিরঙার কহরা রেঞ্জে পরিভ্রমণ করেছেন প্ৰধানমন্ত্ৰী। তিনি ‘বিগ ফাইভ’-এর মধ্যে এক শৃঙ্গের গণ্ডার, হাতি, সম্বর হরিণ, মোষের বিচরণ দেখে অভিভূত হয়ে পড়েন। তবে ‘বিগ ফাইভ’-এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শনের সৌভাগ্য হয়নি প্ৰধানমন্ত্ৰীর।