ফের রাজ্যে হাতির হানায় প্রাণ
গেল এক ব্যক্তির। বড়জোড়া রেঞ্জের শ্যামপুরে হাতির হানায় শনিবার ক্ষুব্ধ
স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের
শ্যামপুর গ্রাম। বেশ কয়েকদিন এলাকায় হাতির দল ঘোরাফেরা করলেও বনদফতরের তরফে কোনও
উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। সে কারণে ওই ব্যক্তির প্রাণ গেল বলেই অভিযোগ
স্থানীয়দের। বন দফতর
সূত্রে খবর, মৃত ওই
ব্যক্তির নাম কালিপদ বাউরি (৬০)। শনিবার সকালে পুকুরে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই
সময় শ্যামপুরের জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরোচ্ছিল একটি বুনো হাতি। বন্যপ্রাণীর
মুখোমুখি পড়ে যান তিনি। নাগালে পেয়ে ওই ব্যক্তিকে পা দিয়ে থেঁতলে মারে ওই
উন্মত্ত হাতিটি।
ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়ায়।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছে প্রায়ই হাতির হামলা হচ্ছে। রাতে ঘুমোতেও
আতঙ্ক লাগে। যিনি মারা গেলেন তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণ ও চাকরির দাবি তুলেছে স্থানীয়রা।