নিউজ ডেস্ক: ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের সমাবেশের দিনই সন্দেশখালিতে সভা শুভেন্দুর। সভা করতে চেয়ে এর আগে আদালতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দিগ্রামের বিজেপি বিধায়ককে ওই দিন সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, আগামী ১০ মার্চ সন্দেশখালি গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু।
তবে এরই পাশাপাশি শর্ত দিয়ে বিচারপতি জানায় কোনও ভাবেই ওই সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না বিরোধী দলনেতা।
সভা করতে দেওয়ার অনুমতি দিলেও যে জায়গায় শুভেন্দু সভা করতে চেয়েছিলেন, সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়নি তাঁকে৷ আদালত জানিয়েছে, আগামী ১০ মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দু৷
প্রসঙ্গত, যে রবিবার ব্রিগেডে তৃণমূলের সভা সেই রবিবারই সন্দেশখালিতে দাঁড়িয়ে তৃণমূলের উপর নতুন করে চাপ বাড়াতে সভার ডাক দিয়েছে পদ্ম শিবির। সন্দেশখালি চলোর ডাক দেওয়া হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে। সভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু পুলিশ প্রথমে তাতে অনুমতি দেয়নি। এর পরেই সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল।
মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি জানতে চান, “কাকে রক্ষা করতে চাইছেন? কেন ১৪৪ ধারা জারি করা হচ্ছে? কেনই বা মিটিংয়ে আপত্তি জানানো হচ্ছে?”রাজ্যের তরফে উপযুক্ত জবাব না পেয়ে এরপরই বিরোধী দলনেতাকে সভা করার অনুমতি দেয় আদালত।