নিউজ ডেস্ক: রবিবারে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভার দাক দিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভার পরের দিনই সন্দেশখালির মাটিতে নিজেদের পায়ের তলার জমি আরও শক্ত করতে সভার ডাক দিয়েছে সিপিআইএম। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের কাছে থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম নেতৃত্ব।
আগামী ১১ মার্চ সোমবার দুপুর আড়াইটেয় সন্দেশখালি থানার সামনে সভা করবে সিপিআইএম।
বামেদের ওই সভায় মূল বক্তা হিসাবে থাকছেন, দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার, মৃণাল চক্রবর্তী। এছাড়াও সিপিআইএম কর্মী সমর্থকেরা যোগ দেবেন ওই সভায়।
উল্লেখ্য লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনীতির হটস্পট সন্দেশখালি। এলাকার মানুষদের সমর্থন পেতে দড়ি টানটানি চলছে সব রাজনৈতিক দলের মধ্যে। সেই সুযোগ এবার হাতছাড়া করলোনা সিপিআইএমও। এ প্রসঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “১১ তারিখ আমরা সভা করছি। যে কোনও দল সভা করতে পারে। তৃণমূলও কি কবে একটা সভা করবে বলেছিল, কিন্তু করার সাহস দেখাননি। ডেট অ্যানাউন্স করেও করেননি। বিজেপি নাকি একটা কোনও সভা করবে, ওরা কোর্টের পারমিশন-টারমিশনও চেয়েছে। আমরা ১১ তারিখ সন্দেশখালিতে সমাবেশ করব। সমস্ত মানুষকে বলব, প্রতিটি মানুষ তাঁদের স্বাধীন মনোভাব অনুযায়ী এই তৃণমূল ও তার অপশাসনের বিরুদ্ধে সমগ্র মানুষ, তাঁরা সামিল হোন।’’
শুধু সোমবার নয়, রবিবার, ১০ মার্চ ৯ টি লোকসভায় সন্দেশখালি নিয়ে সভা করবে সিপিআইএম। তার মধ্যে যাদবপুর, রায়গঞ্জ, মুর্শিদাবাদের মতো লোকসভা থাকতে পারে বলে খবর। সোমবার সন্দেশখালিতে প্রথমে মিছিল করবেন সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মিছিলের পরে সন্দেশখালিতে সভা করবে সিপিএম। এবিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বদলা কিছু নয়। আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম ১০ টা সভা আমরা করবে। তার বদলে আমরা ১১টা করছি। ১০ তারিখে ৯ টা হচ্ছে ১১ তারিখে ১টা হচ্ছে। ৯ তারিখে ১ টা হচ্ছে।’’