প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে শিলিগুড়ি রওনা
দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালিতে নরেন্দ্র
মোদির জনসভায় যোগ নেবেন তিনি। দুপুর ৩টে নাগাদ বাগডোগরা এয়ারপোর্ট এ প্রধানমন্ত্রী
নামবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। তাই প্রধানমন্ত্রী শিলিগুড়ি পৌছোনোর আগেই
শিলিগুড়ি ছুটলেন জন বারলা।
মনোজ টিগগার উপর ক্ষোভ থাকলেও রাগ নেই দলের উপর। ধীরে ধীরে স্বাভাবিক
ছন্দে ফিরছেন টিকিট না পাওয়া আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। এবার ইনেক্টিভ অনেক সাংসদ
টিকিট পাননি। সেই তালিকায় ছিলেন জন বারলা। আরও বেশ কয়েকজনের টিকিট বাতিল হতে পারে বলে
দলীয় সূত্রে খবর। কয়েকদিন আগে প্রকাশ্যে মনোজ টিগগার সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছিলেন জন।
প্রার্থী পদ প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছিলেন মনোজকে। বলেছিলেন, দিলীয় নেতৃত্বকে
ভূল বুঝিয়ে মনোজ টিকিট হাসিল করেছেন।
শনিবার দুপরে লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি থেকে
বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে জন বারলা বলেন, ‘আমি
প্রধানমন্ত্রীর সভায় যোগ দেব। নরেন্দ্র মোদি আমার বাবা-মা তাই বিজেপি ছাড়ার কথা
ভাবছি না। তবে সুযোগ পেলে উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি নেতার দুর্নীতির সঙ্গে জড়িত
থাকার প্রমাণ তুলে ধরব প্রধানমন্ত্রীর সামনে।
ফলে জন বারলা যে শান্ত হয়ে বসে থাকবেন সেই ইঙ্গিত এখনও নেই।
কিন্তু তিনি লোকসভা নির্বাচনের আগে যেভাবে প্রকাশ্যে দল বিরোধী কথা বলছেন তাতে দলের
এককাট্টা ভাব ক্ষতির মুখে পড়ছে। যাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। তাঁদের যুক্তি টিকিটের
জন্য যেই দলের নেতারা নিজেদের মধ্যে মারামারি করছে তাঁরা মানুষের সেবা কী করবে?