নিউজ ডেস্ক: বাস্তবের ঘটনা এবার সিনেমার পর্দায়। সন্দেশখালির বাঘ শেখ শাহাজাহানের কর্মকাণ্ড এবার ফুটে উঠবে রুপোলী পর্দায়। সন্দেশখালির ঘটনার ওপর ভিত্তি করে গড়ে উঠবে সিনেমা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অমিতাভ সিং ও ইশা বাজপেয়ী।
সিনেমাটি প্রযোজনা করবেন সুমিত চৌধুরী এবং কেওয়াল শেঠি। সৌরভ তেওয়ারি পরিচালিত সিনেমাটির কাজ শুরু হবে ২০২৪ সালের আগস্টে। ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে। কাস্টও নাকি ঠিক হয়ে গেছে। তবে, কারা কারা অভিনয় করছে তা এখনও জানা যায়নি। সিনেমার নাম আপাতত ঘোষণা করেননি নির্মাতারা। তবে টিজার পোস্টারে সন্দেশখালি নামটি জ্বলজ্বল করছে।
Tags: Filmmovie on sandeshkhalisandeshkhalisandeshkhali cinemasheikh shahjahan