নিউজ ডেস্ক : বঙ্গে এখন বসন্তের আবহাওয়া। হালকা শীতের আমেজ। এতদিন দিনে গরম হলেও রাতে শীতের আমেজ ছিল তবে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রাও বাড়বে।সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরমই থাকবে। তবে বেলা বাড়লে গরম বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর । তবে বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দু-তিন জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প কমার ফলে এখন শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে ফের তাপমাত্রা চড়বে।দিনের তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
পাশাপাশি কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে। দিনভর পরিষ্কার আকাশ থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।কলকাতায় সকালের দিকে আরাম দিচ্ছে হালকা উত্তর-পশ্চিমের হাওয়া। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহে বেশ কিছুটা বেড়ে যেতে পারে গরম। রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে।