নিউজ ডেস্ক: ‘ধোঁকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল, দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরে অর্জুন সিংহকে টিকিট দিল না দল। ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না। কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব’, টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাই লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, রবিবার ছিল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী ২০২৪ এর লোকসভা ভোটের ৪২ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে। ব্যরাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবার অর্জুন সিংহের জায়গায় পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। তারপরেই মুখ খুললেন অর্জুন সিং। সাফ দাবি করলেন, তাঁকে ব্যারাকপুরের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেওয়া হয়নি। তাঁর সঙ্গে ‘বিশ্বাস ভঙ্গ’ করা হয়েছে বলেই অভিযোগ অর্জুনের।তবে কি সেই অভিমানেই আবার পদ্মে ফিরবে অর্জুন সিংহ? তা নিয়েই জল্পনা তুঙ্গে।
উল্লেখ্য এর আগে ২০১৯-এর লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছিল অর্জুন সিং-কে। ভোটে জিতে সাংসদ হন তিনি। কিন্তু পরে ফিরে যান তৃণমূলে। তবে দল বারবার বদলালেও ওই এলাকায় অর্জুনের দাপট যে এখনও প্রকট, তা কারও অজানা নয়। দলের দীর্ঘদিনের সৈনিক তিনি। একসময় তিনি ছিলেন দলের অন্যতম ভরসার জায়গা। কিন্তু সেই সৈনিককেই এবার টিকিট দিলনা দল।
এদিকে অর্জুন সিংহ কে প্রার্থী না করার প্রতিবাদে আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অর্জুনের অনুগামীরা।