নিউজ ডেস্ক: বিজেপির পর সন্দেশখালিতে সোমবার সিপিআইএম এর অভিযান। আজ সন্দেশখালিতে মিছিল ও সভা করবে তারা। সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। কিন্তু সিপিআইএম এর মিছিলের আগেই সন্দেশখালিতে ৩টি জায়গায় ইতিমধ্যেই জারি করা হল ১৪৪ ধারা। সোমবার থেকে বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার দুপুর ২টায় সন্দেশখালিতে সভা করবে সিপিআইএম। মূলত উত্তর ২৪ পরগনা থেকে দলের নেতা, কর্মী, সমর্থকেরা সেখানে যাবেন। সভায় বক্তা হিসাবে থাকবেন সুজন চক্রবর্তী, দেবলীনা হেমব্রম, মৃণাল চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে সিপিএমের সভা হওয়ার কথা। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে। কিন্তু সোমবার সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য তৃণমূলের ব্রিগেডের পাল্টা গতকালও পথে নামে সিপিএম। কৃষ্ণনগরে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। উলুবেড়িয়ায় বিমান বসু ও ভগবানগোলায় মহম্মদ সেলিম সভা করেন। আর সোমবার সন্দেশখালিতে যাওয়ার দিনই আবার জারি হল ১৪৪ ধারা। ফলে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনার সম্ভবনা। যদিও পুলিশের বক্তব্য, অশান্তি এড়াতেই এই উদ্যোগ। এ প্রসঙ্গে সন্দেশখালির ওসি গোপাল সরকার জানিয়েছেন, নতুন করে যাতে অশান্তি না হয়, এলাকাতে যাতে ভিড় না জমে, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।