নিউজ ডেস্ক: সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় এবার বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই। সোমবার সকালেই শংকর আঢ্যের বাড়ির এলাকায় পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী, ফরেন্সিক দল ও সিবিআইয়ের আধিকারিকেরা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শংকর আঢ্যের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর যে হামলা হয়েছিল তার সূত্র ধরেই এদিন বনগাঁয় গেছে সিবিআই।
সকালে শঙ্কর আঢ্যর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে তল্লাশিতে ঢোকে তদন্তকারী আধিকারিকেরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
সূত্র মারফত জানা গিয়েছে ৫ জানুয়ারি বাধা দেওয়ার ঘটনার তদন্ত গিয়েছে সিবিআই। সে দিন রাতে কারা বাধা দিয়েছিলেন? ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ঘটনাস্থলের কাছেই তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ি। তাঁর বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা। কিন্তু গোপাল শেঠ জানান, তাঁদের কাছে ২৫ দিনের বেশি ফুটেজ থাকে না। তাই যে ফুটেজ তাঁর কাছ থেকে সিবিআই আধিকারিকরা চাইছেন তা নেই বলেই জানান গোপাল শেঠ।
প্রসঙ্গত, শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিলে বলে ইডির দাবি। যদিও শঙ্কর সেই দাবি মানেননি।
এর পাশাপাশি শঙ্কর আঢ্যর স্ত্রীকেও বাড়ি এবং পার্টি অফিসের ফুটেজ চেয়ে নোটিশ পাঠানো হয়। ২০ মার্চের মধ্যে ফুটেজ জমা দিতে নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি সিসিটিভি ফুটেজ চেয়ে বনগাঁ পুরসভাকেও নোটিশ দেওয়া হয়।
উল্লেখ্য এর আগে গত ৫ জানুয়ারি শঙ্করের বাড়িতে তদন্তে যায় ইডি। সেদিন রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। সেবার গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বাঁধা সম্মুখীন হতে হয় তদন্তকারী দলকে। তাই এবার রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছে সিবিআই।