লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ। আজই জারি হতে পারে CAA বিজ্ঞপ্তি। সূত্র মারফত জানা গেছে সোমবার রাত ১০ টায় বিজ্ঞপ্তি জারির সম্ভবনা। বিজ্ঞপ্তি জারির পরেই কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন। সূত্রের খবর সিএএ জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চুড়ান্ত প্রস্তুতি চলছে।পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত অমুসলিম জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে এই আইনে। ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।